Vorer Alo
Prothom Alo

হোঁচট খেয়ে উঠে দাঁড়ানো একজন শফিকুল |

বাবা নেই। মায়ের তখন একমাত্র আশা ৭ বছরের শফিকুল। পোশাকশ্রমিক মা ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দেন। একদিন ছুটির পর খেলার ছলে শফিকুল উঠেছিল ট্রেনে। বাড়ির কাছেই রেলওয়ে স্টেশন। কতই না খেলেছে পড়ে থাকা ভাঙাচোরা বগিতে। কিন্তু এবারের বগি যে চলন্ত ট্রেনের, সেটা বুঝেছিল চলতে শুরু করার পর। এভাবে চলে আসে পাহাড়তলী থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। নেমেই কৌতূহলী চোখে তাকায় চারপাশ। সবকিছুই অচেনা। জেঁকে বসে ভয়। কীভাবে ফিরবে বাড়ি? বিস্তারিত>>

Related posts

তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ | এইবারের অতিথী ভোরের আলো

Vorer Alo

Leave a Comment